Anime Name : Demon Slayer

IMDB Ratings : 8.7/10
Personal Rating : 9/10
Series Genre : Action, Fantasy, Animation
Review :
#spoileralert

 

.... একটি পরিবার যাদের উপর ডেমন্সরা আক্রমণ করে। এইখানে ডেমন্স বলতে এক ধরনের রাক্ষস বোঝানো হইছে যারা শুধু মানুষ খায়। তো সেই আক্রমণে ওই পরিবারের কেবলমাত্র দুটি সদস্য বেঁচে থাকে - তানজিরো এবং তার বোন নেজুকো, নেজুকো আস্তে আস্তে একটা ডেমনে পরিণত হয়ে যায়। তারপর সিরিজের যেই মেইন কারেক্টার তানজিরো তার একটাই লক্ষ্য হয়ে যায় সেটা হলো কিভাবে ডেমন থেকে তার বোনকে মানুষে পরিণত করা যায় ।

2nd Question : এইটা সিরিজটা কেমন?পজিটিভ আর নেগেটিভ দিক!!

Positive
1/সবার আগেই সিরিজের একটা কারেক্টার আছে নেজুকো নামে ভাই এই কারেক্টারটা এতোটাই কিউট যে আপনারর সব বাদ দিয়া খালি ওরেই দেখতে মনে চাইবো এই সিরিজে।

2/কারেক্টার ডেভোলাপমেন্ট এই সিরিজে অনেক ভালো ছিলো বিশেষ করে যেই মেইন কারেক্টার তানজিরো তার কারেক্টার ডেবোলাপমেন্ট যাবারদাস্ত। একজন কাট বিক্রেতা থেকে একজন ডেমন শ্লেয়ার হয়ে উঠার যে যাত্রাটা যেইভাবে দেখাইছে তা সত্যিই অসাধারণ।

3/এইটার ইন্ট্রো মিউজিক আর বেকগ্রাউন্ড মিউজিক ভাই যে এগুলা বানাইছে তারে পাইলে সালামি দিতাম (What A Music??) ভাই প্রতিটাবার আমারে গুছবাম্প দেয় যতবারই শুনি না কেনো। বিশেষ করে তানজিরোর আর গিয়ো তোমিয়োকোর যে মিউজিক পুরাই গাজাব,অদ্ভুত, যাবারদাস্ত।

4/এইটার এনিমেশন নেক্সট লেভেলের বিশেষ করে ১৯ নাম্বার এপিসোডে তানজিরো আর রুই ভাই সাব কি বলমু আর ওই একটা এপিসোড এই শোটার লেভেল ৫ গুন বাড়ায় দিছে। (What A Episode ???) । সেরা একশন আর সেরা বেকগ্রাউন্ড মিউজিক একসাথে বলে তো একদম বাওয়াল দেইখা মাজা ই মাজা☺?

Negative সত্যি বলতে আমার নজরে তেমন কিছু পরে নাই আমি পুরোটা শো ই উপভোগ করছি।

3rd Question : আপনাদের এইটা দেখা উচিত নাকি! না?
উত্তর : এই প্রশ্নটার উত্তরে আমি বলবো হ্যা এইটা আপনাদের দেখা উচিত। যদি আপনি এনিমেশন লাভার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই দেখা উচিত। বোর তো হবেনই না শেষ হইলে আরো চাইবেন। শেষ করলে আর ভালো লাগবে না।


Luffy

3 Blog posts

Comments