( কলিজায় বিষফোঁড়া )
নীরবতার বিষণ্ণ পথে,
প্রাণের ঝড় থেমে যায়,
কথার ভারে নুয়ে পড়া মানুষ,
মনে জমে থাকা ঝড়ের খবর রাখে।
চোখের গভীরে সরে যায় রাত,
কথারা উড়ে গিয়ে মিলিয়ে যায়,
স্মৃতিরা ঘনিয়ে আসে,
কেউ শোনে না সেই অব্যক্ত আর্তি।
প্রাণের মাঝেই রয়ে যায় হাহাকার,
অন্তর্গত স্রোত থেমে থেমে ডাকে,
কোনও জবাব নেই,
কেবল নীরবতার স্বরলিপি বাজে।
হাতের ফাঁকে শব্দেরা হারিয়ে যায়,
বুকের ভিতরে ঝড়ের গর্জন,
শব্দের আঘাতে শরীর শিহরিত হয়,
তবুও কিছু নেই বলা—
মনে, ঠোঁটে, হাওয়ার গুঞ্জনে,
কথারা পাথরের মতো পড়ে থাকে,
মনের ঘরে চাবি থাকে বন্ধ,
কেবল কোলাহলহীন এক পৃথিবী।
তুমি শুনবে না, কেউ শুনবে না,
শব্দের ভারে নুয়ে পড়া মানুষ,
আলো ছুঁয়ে যায় না কখনও,
তবুও শরীর শিহরিত হয়, নীরবে।