দুই দিন ধরে মেসে বুয়া আসে না। ভাতের হোটেল দূরে হওয়ায় যাইতেও ইচ্ছে করতেছিল না। এমন সময় খোদার কি রহমত এক জুনিয়র এসে বললো, ভাই পাশের মহল্লায় বিয়ে হইতেছে রিস্ক নিবেন নাকি! বললাম, রিজিকের মালিক আল্লাহ, চল যা আছে কপালে।
পাঞ্জাবি পরে আর হাতে একটা ফাঁকা খাম(একদম ফাঁকা না ভিতরে দুইটা ২০টাকার নোট ছিল) নিয়ে একদম খাবার সময় ঢুকে গেলাম অনুষ্ঠানে। চেয়ার খালি হইতেই বসে গেলাম টেবিলে। মাথায় খালি একটাই চিন্তা যতদ্রুত সম্ভব খাওয়া শেষ করেই কেউ সন্দেহ করার আগেই বের হয়ে যাইতে হবে।
কিন্তু শেষ রক্ষা হইল না। খাওয়ার স্প্রিড দেখে এক মুরব্বির কাছে কট খেয়ে গেলাম। কোনো রকম খাওয়া শেষ করে খাম জমা দিতে গেলাম। কিন্তু পিছে পিছে সেই মুরব্বি চলে আসলো। আমাদের এক সাইডে নিয়ে জিজ্ঞেস করলো, আপনারা যেন কোন পক্ষ? খাবার ঠিকঠাক ছিল তো?
নিশ্চিত মারা খাবো জেনেও কনফিডেন্স নিয়ে বললাম, আমরা সহ-সমন্বয়ক। আঙ্কেল আপনার পরিচয়?
মুরব্বি এবার হাসি দিয়ে বললেন, আমি প্রধান উপদেষ্টা। আসেন একটু পান খাই। খাবার দ্রুত হজম হবে।