এতদিন আমি অন্যান্য সোসাল মিডিয়া ব্যাবহার করতাম যেমন ফেসবুক। যখনি আমি ফেসবুক এ ঢুকতাম আমি রেসিজম এর স্বিকার হতাম😅। সবাই আমার সাথে কেনা গোলাম এর মত আচারন করত😅। একটা সাদা সুন্দরি মেয়েকে মেসেজ দিয়েছিলাম সে আমাকে গু এর ইমোজি দিয়ে ব্লক মেরে দেয় সেই কষ্ট এখনো মনে গেথে আছে। অনেক ডিপ্রেশন এ দিন কাটাতাম। ঘর থেকে বের হতে পারতাম না। একাকত্ববোধ করতাম।

হঠাৎ একদিন জানতে পারলাম আমার মত নিগাদের জন্য একটা প্লাটফর্ম তৈরী করা হয়েছে আমি সাথে সাথে যুক্ত হয়ে যাই। যুক্ত হয়ে দেখি আমার মত অত্যাচারিত নিগারা এইখানে আছে। তাদের সাথে বন্ধুত্ব গড়ি এবং সুখের দুখের কথা বার্তা বলি। এখন আর একাকীত্ব বোধ হচ্ছে না।

ধন্যবাদ মার্ক নিগারবার্কে নিগাবুক বানানোর জন্য❤️