আমাকে চিনতে পারছেন? আমিও পাহাড়ি ছিলাম৷ আমার নাম ছিলো পুর্নেন্দু ত্রিপুরা৷ আমাকে পাহাড়ী শান্তি বাহিনীরা শহীদ করে দিছিল৷ আমার দোষ কি জানেন? আমি মুসলিম হইছিলাম বলে৷ নাম দিয়েছিলাম ওমর ফারুক ত্রিপুরা৷ নিজের জমিতে মসজিদ দিছি এগুলো আমার দোষ ছিলো৷

শহীদ ওমর ফারুক ত্রিপুরা৷ প্রথম পাগাড়ী মুসলিম শহীদ৷ তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিলো না৷ কারণ সে মুসলিম ছিলো৷

ঢাকা থেকে রোয়াংছড়িতে ফিরে আসার পর শান্তিবাহিনী তার বাড়িতে গিয়ে হু*ম*কি দেয়। কিন্তু সাহসী ওমর ফারুক তাদেরকে বলে, ধ র্ম পরিবর্তন তার গণতান্ত্রিক অধিকার। কাজেই কোনো ভুল বা অন্যায় তিনি করেননি। তবুও তাকে হু*ম*কি দিলে তিনি তাদের বলেন, তোমরা কী করবা আমার? প্রা* ণ নিবা? নাও আমি বুক পেতে দিলাম। আমি শহীদ হয়ে যাবো। এই বলে তিনি জামার বোতাম খুলে সামনে বুক চেতিয়ে দাঁড়ান।

আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক৷ আপনি যখন চলে গেছিলেন সব সুশীলরা তখন চোখে কাঠের চশমা দিয়ে রাখছিল৷

image