ইনি হলে কামেল দস্তগীর হযরত মাওলানা জনাব মক্সি জামিল সাহেব (রহ। তাঁর জন্ম কাজাকিস্তানের পায়েসপুর অঞ্চলে। বাল্যকালে দুর্ধর্ষ ডাকাত ছিলেন। একবার ডাকাতি করতে যেয়ে ধরা খেয়ে যান।তাকে যখন রশি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন বাবা কুদ্দুস আলী আম্বাতুকাম তাঁর মধ্যে বিশেষ কিছু দেখতে পান।তাই তাঁকে ছাড়িয়ে নিয়ে আসেন।অতঃপর বাবা আম্বাতুকাম তাঁকে তাসাউফের জ্ঞান দেন।তা শোনামাত্রই শাহ পায়েসপুরীর অন্তরে এতো জযবা সৃষ্টি হয় যে সাথে সাথেই তিনি আল্লাহর ওলীতে পরিণত হন।
অতঃপর বাবা আম্বাতুকামের সাথে বাংলাদেশে চলে আসেন।এখানে এসে দাওয়াত দিয়ে সকল মানুষকে এশকের সন্ধান পাইয়ে দেন।তিনি যে বাংলাদেশে কতো আশেকে রাসুল তৈরী করে গেছেন হিসাব নেই।আমার বড় দাদা উনার হাতে বাইয়াত গ্রহণ করেছিলেন।

১৯৬৭ সালের এই দিনে এযিদি ওহাবিদের হাত থেকে স্কিবিডি আযম কুদ্দুস আলী আম্বাতুকাম (রহ কে বাঁচাতে গিয়ে নৃশংস ভাবে ছুরিকাঘাতে মারা যান পীরে কামেল হযরত মশিউর শাহ পায়েসপুরী।😥💔

নিচে বাবার নুরানী বদনের স্থীরচিত্র দেওয়া হলো👇❤️🙏

#আশেক #পীরে_কামেল #কামেল_দস্তগীর #এলমে_তাসাউফ #সুফি

image