নিম্নে দেওয়া ছবিটির লোকটির নাম শাহসুফী রনালদ্দীন মাদ্রিদপুরী।

তিনি ১৮৮৫ সালে ৫ ফেব্রুয়ারী সৌদি আরবের এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বেলাই তিনি তার নানা শাহসুফী আম্বাতুকাম এর কাছ থেকে শিক্ষা লাভ করেন। এর পরে উচ্চশিক্ষার জন্য তিনি ইরানের একটা বিশেষ অঞ্চলে চলে আসেন। সেখান থেকে এলমে তাসাউফ ডিগ্রি অর্জন করে তা পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহন করেন এর জন্যই সে ১৯২০ সালে বাংলাদেশের ফরিদপুর অঞ্চল এ আসেন। তিনি দীর্ঘ ১৫ বছর দাওয়াত দিয়ে ১৯৩৫ সালে তিনি আবারও তার জন্মভূমি সৌদি আরব এ ফিরে যান ও সেখানে বিবাহ করেন। এবং জন্ম দেন আরেক পীর মশিউর রহমান (রহ) এর। তারপরে তিনি ৮০ বছর বয়সে পরলোক গমন করেন

#কামেল_দস্তগীর #সুফি #এলমে_তাসাউফ #পীরে_কামেল #আশেক

image